নোয়াখালী সংবাদদাতা :: সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অপারেশান টোয়াইলাইট চলাকালে ওসি মনিরুল ইসলাম সোহেলের নিহত হওয়ার খবর শুনে তার পরিবারে শোকের মাতম চলছে। সিলেটের শিববাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে আহত মনিরুল ইসলাম শনিবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নিহত মনিরুল ইসলামের মামাতো ভাই সাংবাদিক মোহাম্মদ সোহেল জানান, মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার তার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জরুরিভিত্তিতে নিজ কর্মস্থলে ডেকে পাঠান। তিনি শুক্রবার বিকেলে বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ জানান, ওসি মনিরুল ইসলামের মৃত্যু সংবাদ তারা পেয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ নিয়ে সিলেট পুলিশ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে। তার মরদেহ নোয়াখালী পৌঁছলে তাকে পুলিশি সম্মাননায় দাফন সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।