কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে ওই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পেশকার বাড়িতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মৃত আবুল হাসেমের পুত্র জামাল উদ্দিন (৪৮) প্রকাশ নুরুচ্ছাপাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রক্ষিত আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনেে একটি মামলা দায়ের করা হয়েছে।