চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন থেকে জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে ওই উপজেলার শিবরামপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তার ওই ইউনিয়নের শিবরামপুর গ্রামের নুরুল আমিনের মেয়ে।
চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন জানান, নিহত জেসমিনের লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।