সারা বাংলা ডেস্ক :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় আটক জামায়াত নেতা আতাউরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় একদল নারী।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাখুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। জামায়াত নেতা উল্লাপাড়া উপজেলার রাখুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার অভিযোগে দায়ের করা প্রায় এক ডজন মামলার আসামি জামায়াত নেতা আতাউরকে গ্রেপ্তারে বিকেলে বাখুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেনের নেতৃত্বে আতাউরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বাড়ি থেকে রাস্তায় বের হলে ওই গ্রামের ৫০/৬০ জন নারী দ্রুত সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় জামায়াত নেতা আতাউর হাতকড়াসহ পালিয়ে যায়।
ওসি বলেন, পুলিশের পক্ষ থেকে বাখুয়া গ্রামবাসীকে বুধবার রাতের মধ্যে জামায়াত নেতা আতাউরকে পুলিশের হাতে তুলে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে