সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ২৪ ঘণ্টায় ১৫২ মামলা দায়ের করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় বেশ কিছু যানবাহন জব্দ করার পাশাপাশি অর্থদণ্ড করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই করছে। এ সময় জরিমানার পাশিপাশি চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।