নোয়াখালী সংবাদদাতা :: ‘পানির সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মাহে আলম। অন্যদের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী রওশন আলম, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল আহাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ বক্তব্য দেন।