নোয়াখালী সংবাদদাতা :: নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাাঁচ ক্যাটাগরিতে সফল পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার সকাল সাড়ে দশটায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মোমিন ফেরদৌস। অনুষ্ঠানে সম্মামনা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নোয়াখালী সদর উপজেলার আছিয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সোনাইমুড়ি উপজেলার রুমা আক্তার, সফল জননী ক্যাটগরিতে কোম্পানীগঞ্জ উপজেলার অঞ্জলী প্রভা ভৌমিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে সেনবাগ উপজেলার সামছুন নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে হাতিয়া উপজেলার নাছিমা খানম।