ফেনী সংবাদদাতা :: ফেনীর ফুলগাজীতে এক মাসের কন্যা সন্তানকে দা দিয়ে গলা কেটে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধী এক মা। আজ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মান্দারপুর (গাবতলা) গ্রামের পাটোয়ারি বাড়িতে এ মর্মান্তিক ঘটন ঘটে।
মানসিক প্রতিবন্ধী নাসরিনের পরিবার দাবী, মহিলাটি মানসিক ভারসম্যহীন। নাসরিন মানসিক ভারসম্যহীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে তার স্বামী তাকে বাপের বাড়িতে রেখে গেছেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নাসরিন আক্তারকে মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।