ফেনী সংবাদদাতা :: ফেনীর ছাগলনাইয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ সতর নদীরকুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, এলাকার লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের হাত-পা বাঁধা ছিল। পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও লুঙ্গি।
তিনি আরো জানান, কেউ কোন স্থান থেকে তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।