সদর (নোয়াখালী) সংবাদদাতা :: ‘নিরাপদ সড়ক চাই, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়’ এই স্লোগানে ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
আজ সকাল ১১টা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা জেলা শহরের মাইজদী-চৌমুহনী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
এছাড়া বেগমগঞ্জে চৌমুহনী- ফেনী-লক্ষীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘শিক্ষার্থীদের কর্মসূচি পালনের বিষয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে এই কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে এবং এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি না ঘটে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোয়েতন করা হয়েছে।’