বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: বেগমগঞ্জ উপজেলার জমিদার হাটে বাস চাপায় শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন বাচ্ছু মিয়া (৬৫) ও আবদুল মজিদ সুমন(৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে সেনবাগ যাওয়ার পথে মোটর সাইকেলের দুই আরহী চৌমুহনী সেনবাগ সড়কের জমিদার হাট পৌঁছলে বিপরীত থেকে সুগন্ধা নামে একটি বাস এসে মোটর সাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে।