শিক্ষা ডেস্ক :: লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ ও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. সোলায়মানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ওই কলেজের সাবেক ভিপি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাফসান জানি বাপ্পি প্রমুখ। বক্তারা, জেলার সর্বোচ্চ এ বিদ্যাপিঠটিতে শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।