সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মো. ইব্রাহিম (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার আহাম্মদপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের আসলাম জমাদার বাড়ির মৃত বজলুল রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে বিদ্যুৎসংযোগ দিলে ছেড়া তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।