সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি গ্রামে মায়ের সাথে অভিমান করে জান্নাতুল আক্তার ঝর্ণা (১২) নামের এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে।
মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝর্ণা আত্নহত্যা করেন। নিহত স্কুল ছাত্রী ঝর্ণা সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি গ্রামের রিক্সা চালক মোঃ কামাল উদ্দিনের মেয়ে। ঝর্ণা পরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান,ঝর্ণার মা জানি আক্তার অসুস্থ্যতার কারণে মেয়ে ঝর্ণাকে পাতিল ধুতে বল্লে সে তা না করে। পরে মেয়ে ঝর্ণাকে বকাঝকা করে মা জানি আক্তার। মায়ের বকাঝকা শুনে মায়ের উপর রাগ ও অভিমান করে বসত ঘরের পাশ্বে থাকা আম গাছের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে ঝর্ণা।