নিউজ ডেস্ক :: ৬৮ বছর পর ১৪ নভেম্বর আবারও দেখা মিলবে সুপার মুন এর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর মাঝের এতগুলো বছরে চাঁদ কখনও পৃথিবীর এত কাছে আসেনি। আগামীকাল সোমবার পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসবে চাঁদ, একে সুপার মুন বলছে বিজ্ঞান।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। স্বাভাবিক দিনের তুলনায় এবার ১৪ নভেম্বর রাতের আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে। দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে।
সুপার মুন দেখার জন্য ১৪ নভেম্বর রাতের আকাশকে মেঘমুক্ত থাকা লাগবে। তা না হলে আবারও সুপার মুন এর দেখা পেতে অপেক্ষায় থাকতে হবে আরও ১৮ বছর। বিজ্ঞানীদের দাবি, ২০৩৪ এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে।