কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নে স্থানীয় এক বিএনপি নেতার দোকানে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর মৌলভী বাজারে মঙ্গলবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটানায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রাম পুলিশ মো. হানিফ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টায় দিকে বিএনপি নেতা সফি আলমের মালিকাধীন জেরিন টেইলার্স নামের দোকানে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই দোকানের মালিক সফি আলম ও তার স্ত্রী দোকানের সাটার খুলে বিস্ফোরণের আলামত কুড়িয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এস আই সাইফুদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই দোকানের মালিক সফি ও তার স্ত্রী রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার সকালে নোয়াখালী থেকে বিস্ফোরক বিশেষজ্ঞদল (পুলিশের ইনভিষ্টিকেশন টিম) ঘটনারস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সফি আলমের বিরুদ্ধে যুবলীগ নেতা সেলিম হত্যা মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে বুধবার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সফি আলমের বিরুদ্ধে যুবলীগ নেতা সেলিম হত্যা মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে বুধবার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।