নুর উদ্দিন মুরাদ, বিশেষ প্রতিনিধি:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিজের গলা কেটে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২ জুন, শনিবার রাত ৮দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের সুরুজ জামানের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। সুরুজ জামানের ছেলে মো.ইউছুফ (৪০) নিজের গলায় নিজে ধারালো বটি দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী ইউসুফ ৪ সন্তানের জনক ও মানসিক ভারসাম্যহীন মানুষ ছিলেন এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
এদিকে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।