মোঃ ওয়ালিদ সাকিব, বিশেষ প্রতিবেদক :: নোয়াখালী-ঢাকা রুটে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বাস মালিক কর্তৃপক্ষের অসদাচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে যাত্রীদের সুবিধার্থে ৫ দফা দাবি পেশ করা হয়।
সোমবার সকাল ১১টায় নোয়াখালীর টাউন হল চত্বরে ‘আমরা নোয়াখালী’ সংগঠনের ব্যানারে নোয়াখালীর বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে একাত্মতা পোষন করে নোয়াখালী পেইজ, ফেরারি নেটওয়ার্ক, স্বপ্ননীড় ফাউন্ডেশন, আলোকিত মীরওয়ারিশপুর, ফ্রেন্ডস পাওয়ার গ্রুপ, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ শহীদ রুহুম আমিন সহ নোয়াখালীর বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লাকসাম নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব ১৬২ কিলোমিটার। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী এখানে ২৩০ টাকা হওয়ার কথা। অথচ সেখানে যাত্রীদের জিম্মি করে ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এসময় বক্তারা নোয়াখালী-ঢাকা রুটের বাস ভাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার আলোকে ২৫০ টাকা ভাড়া নির্ধারন এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।