অভিভাবকদের প্রতি নোয়াখালী জেলা পুলিশ সুপারের আহবান

Date:

সম্মানিত অভিভাবকদের প্রতি আহবান আপনার সন্তান কোথায় যায় তা খেয়াল রাখুন। 

প্রতিদিন লক্ষ্য রাখুন :

১. সে কখন স্কুলে যায়। 

২. স্কুল থেকে কখন বাসায় ফিরে। 

৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন। 

৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না। 

৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না। 

৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন। 

৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে। 

৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন। 

৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন। 

১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না। 

১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন। 

১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন। 

১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন। 

১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে তারুণ্যের উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”...

কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি’সহ আটক-১

সোহরাব হোসেন বাবর, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা

অনলাইন ডেস্ক: সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা। হানিমুনের উদ্দেশ্যে ঢাকা...

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে লণ্ডন যাচ্ছেন যারা

নোয়াখালী টাইমস ডেস্ক :: উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (০৭...