টাইম ডেস্ক :
“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সংসদের একাদশ সম্মেলন মাইজদী বারলাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৭ জানুয়ারি ) সকাল ১০ঘটিকায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এড. মোল্লা হাবিবুর রাছুল মামুন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য।
উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্যের সঞ্চালনায় আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন শুরু হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল আহসান রিফাত(সম্পাদক মন্ডলির সদস্য, কেন্দ্রীয় সংসদ), মন্টি বৈষ্ণব (সদস্য কেন্দ্রীয় সংসদ),
উদীচী জেলা সংসদের সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন জেলা সংসদের সহ-সভাপতি শহীদ উদ্দিন বাবুল, সমীর চক্রবর্তী, লায়লা পারভিন ইন্দ্রজিৎ নন্দী ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়লা পারভীন ও শহিদ উদ্দিন বাবুল।
সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য। অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মিঠুন মজুমদার এবং জেলাসংসদের পক্ষে শোক প্রস্তাব উত্থাপন করেন তৃষা চক্রবর্তী ।
সম্মেলনে এডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনকে সভাপতি এবং অজয় কুমার আচার্যকে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। শেষে উদীচীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন।