উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিল্লাত হোসেন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রাথমিক শিক্ষা জরিপে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হন বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাত হোসেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী, উপজেলা ইউ আর সি ইন্সট্রাক্টর আবু তাহের। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এ ব্যাপারে মিল্লাত হোসেন জানান, ‘৩০-০৩-২০০৬ খ্রি. উপজেলার কল্যাণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। এরপর ২৭-০৫-২০০৭ খ্রি. বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে যোগদান করে অদ্যাবধি সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এলাকার মানুষ প্রতিষ্ঠানের প্রতি তাঁর আন্তরিকতা, দক্ষতা, শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ দেখে এই বিদ্যালয় থেকে সরতে দেননি। ১৮ বছর সততা ও দক্ষতা দিয়ে তিনি তার কর্মযজ্ঞ চালিয়ে যান। তিনি বলেন, এটি তার কর্মদক্ষতার ফল। এই পুরস্কার তাঁকে কর্মে আরো স্পৃহা জাগাবে এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সামনে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়েও এর ধারা অব্যাহত যেন থাকে সকলের নিকট সেই দোয়া প্রত্যাশী।
মিল্লাত হোসেন ১৯৯৪ সালে এসএসসি ১ম বিভাগ, ১৯৯৭ সালে এইচএসসি ১ম বিভাগ, ১৯৯৯ সালে স্নাতক ২য় এবং ২০০১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ২য় শ্রেণি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে ২০০৬ সালে সিইনএড, ২০১১সালে বিএড সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তাঁর সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের জন্য সকলের নিকট তিনি দোয়া প্রত্যাশী।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিল্লাত হোসেন
Date: