কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। বর্তমানে নোয়াখালী কোম্পানীগঞ্জে বিএনপিতে নতুন প্রজন্মের কাছে কামাল উদ্দিন ওরফে আমেরিকান কামাল একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা হিসেবে স্থান করে নিয়েছেন। বিদেশের মাটিতে বসে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের নাম স্মরণ রাখেন, খোজ খবর নেন যিনি, তিনিই হচ্ছেন সকলের প্রিয় কামাল উদ্দিন।
৯০ দশকের অপ্রতিরোধ্য জনপ্রিয়তা নিয়ে কামাল উদ্দিন সরকারি মুজিব কলেজ ক্যাম্পাসসহ কোম্পানীগঞ্জ উপজেলায় অনন্য অধ্যায় রচনা করেছেন।
তিনি ছাত্র রাজনীতির গুণাবলিতে মুজিব কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্বে অভূতপূর্ব সুনাম অর্জন করছিলেন। এদিকে ৯০ দশকে বিভিন্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তাঁর নেতৃত্বে ছিলো ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তিশালী কাঠামো।
পরবর্তীতে কামাল উদ্দিন ছাত্রত্ব শেষ করে আমেরিকায় পাড়ি দিয়ে ছিলেন সেখানে বসেও মানবিক কাজ থেমে থাকেনি। তিনি বিদেশের মাটিতে বসে নেতাকর্মী ও দলের জন্য আর্থিক সহায়তার হাত গুছিয়ে নিননি। তাঁর কাছে মেসেজ পৌছতে পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন । দলের ক্রান্তিকালে এবং করোনা মহামারি সময়ে মানবিক সেবা দিয়ে নেতাকর্মীদের হৃদয় স্থান করে নিয়েছেন।
ফলে, আমেরিকায় থেকেও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মণি কোটায় স্থান করে নিয়েছেন। যার প্রমাণ সম্প্রতি তাঁর আগমনে হোন্ডা শোডাউন ও সংবর্ধনার মধ্যদিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান দিয়েছিলেন।
আগামী দিনেও শহীদ জিয়াউর রহমান’র আদর্শকে বুকে ধারণ করে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকতে চায় সকলের প্রিয় কামাল উদ্দিন।