এএইচএম মান্নান মুন্না :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন। নির্বাচনি প্রচার-প্রচারণায় নোয়াখালী ৫ আসনে বিরাজ করছে আওয়ামী জোটে নির্বাচনি আমেজ। এ আসনে প্রতিবারের মতো হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (নৌকা) প্রতীক নিয়ে। তাঁর পক্ষে ভোটারদের সাথে বাড়ীতে বাড়ীতে গিয়ে গণসংযোগ করছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’র পুত্র তাশিক মির্জা।
তাশিক মির্জা কোম্পানীগঞ্জে সার্বিক উন্নয়ন নিশ্চিতে ওবায়দুল কাদের কে (নৌকা) প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
শনিবার সকালে চরকাঁকড়া ইউনিয়নে ভোটারদের বাড়ীতে-বাড়ীতে গিয়ে গণসংযোগ করেন। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাশিক মির্জা ভোটারদের কথা মন দিয়ে শোনেন, সংকট সমাধানের আশ্বাসও দেন।
তাশিক মির্জা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, অতীতেও এলাকার উন্নয়নে কাজ করেছেন ওবায়দুল কাদের । আগামী নির্বাচনে জয়ী হলে অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন ভোটারদের। বিশেষকরে গ্রামে গ্যাস সংযোগ প্রদানসহ কোম্পানীগঞ্জের সকল সংকট সমাধানের আশ্বাস দেন ওবায়দুল কাদের পক্ষে কাদের মির্জার পুত্র তাশিক মির্জা।
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের সাথে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন- জাসদ থেকে সাংবাদিক মকছুদের রহমান মানিক (মশাল), জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানভীর আহমেদ (লাঙ্গল), ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোট থেকে শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) নির্বাচন করছেন।
ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।