কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: চলতি বছরে দেশের অন্যান্য ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে স্থান পেল নোয়াখালী’র কোম্পানীগঞ্জ উপজেলা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সপ্তম সভায় গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় এর অনুমোদন দেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বেজা জানায়, সভায় অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, চেম্বারের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সভায় অন্যান্য ১০টি অঞ্চলের ন্যায় নোয়াখালী’র কোম্পানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার অনুমোদন পায়।
সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে। এর মধ্যে ৯৩টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। যদিও বাস্তবায়নাধীন রয়েছে সরকারি-বেসরকারি ২৮টি অর্থনৈতিক অঞ্চল।
সভায় অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত সব শ্রেণির (এ/বি/সি) কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানিতে অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানের মতো একই হারে রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সরকার অনগ্রসর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল তথা শিল্পনগর গড়ে তুলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে। এ অংশ হিসেবে দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত হাতে নেয় সরকার। এ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কোম্পানীগঞ্জের চেহারা পাল্টে যাবে বলে মনে করছে বিভিন্ন উদ্যোগক্তারা। বছরে হাজার হাজার কোটি টাকা রপ্তানি আয়ের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনৈতিক গতি পাবে, তেমনি এলাকার বেকার সমস্যা দূর হবে।
নোয়াখালী’র কোম্পানীগঞ্জ উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাস্তবায়নের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অত্র উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।