কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসের শুরুতে একটি র্যালি প্রদক্ষিণ করে।
পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানাীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবা উল আলম ভূঁইয়া প্রধান অথিতির বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলাল হোসেন, সিপিপি সদস্য হরিপদ মজুমদার, এসময়ে উপস্থিত ছি়লেন কোম্পানাীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার মো জামিল মিয়া, দুর্যাোগ প্রস্তুতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন’র (সিপিপি) সদস্যবৃন্দসহ স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা পূর্বে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।