কোম্পানীগঞ্জে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী-চরহাজারী ইউনিয়নের মাঝে অবস্থিত ছত্তরিয়া খালের উপর নির্মিত ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে।

ভাঙা এই সেতুর ওপর দিয়েই চলছে ছোট ছোট যানবাহন। চলাচল করছে লোকজনও। ভাঙা সেতুটি সংস্কার কিংবা পুনঃনির্মাণের কোন উদ্যোগ দেখা যায়নি দীর্ঘদিন ধরে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের। সেতুটি চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের হাজার হাজার মানুষকে এক সুতোয় বেঁধেছে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে ছোট ছোট শত শত মানুষসহ পণ্যবাহী যানবাহন।

দুই ইউনিয়নের প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে আসা-যাওয়া করে। প্রায় দেড় যুগ ধরে মানুষ আর যানবাহনের ভার বইতে বইতে জরাজীর্ণ দশা হয়েছে সেতুটির। সেতুটির মাঝ খানের গার্ডার ভেঙে গিয়ে দেবে গেছে। পিলারগুলোতে ফাটল ধরেছে একদিকে কাত হয়ে গেছে।

স্থানীয়রা জানান, নতুন সেতুর দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। দপ্তর থেকে আশ্বাস মিলেছে কিন্তু এখন কোন উদ্যোগ চোখে পড়েনি।

নুর করিম নামে এক অটোরিকশা চালক জানান, অনেক ঝুঁকি নিয়ে তারা এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন। বিকল্প পথ না থাকায় যাত্রী ও নিজের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নিয়ে তারা সেতুটিতে ওঠেন।

স্থানীয় রহমত উল্যাহ দীদার জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দেন সেতুটির নতুন করে নির্মাণ করার। ভোট শেষ হলে আর কারো খবর থাকে না। বাচ্চাদের প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয়। এই সেতু নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কখন জানি সেতুটি ভেঙে পড়ে।

কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহাঙ্গীর কবীর জানান, নতুন ব্রীজ নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে। ডিপিপি অনুমোদন হলে ব্রীজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ পরিষদ’র সভাপতিকে সংবর্ধনা ও “জিয়ার প্রতিচ্ছবি” বই বিতরণ

মোহাম্মদ উল্যাহ:কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি, নোয়াখালী জেলা...

কবিরহাটে স্টার লাইন সুইটস’র শো-রুম উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান...

আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী (ঢাকা) সমিতি সভাপতি পদে প্রার্থী

ফারইস্ট লাইফ ইনসিওরেন্স লি: ও মেট্রো হোমস্ চেয়ারম্যান, বিশিষ্ট...

সাংবাদিকদের অজ্ঞাতে রেখে কোম্পানীগঞ্জে দরজা বন্ধ করে আইনশৃঙ্খলা কমিটির সভা

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে এই প্রথমবারের মতো কোন...