নুর উদ্দিন মুরাদ (বিশেষ প্রতিনিধি) ::নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ৫৫ জনসহ মোট আক্রান্ত ৬৬ জন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ২০ জুন তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তরা হলেন, স্বাস্থ্যকর্মী পলাশ বিশ্বাস(৩৩), বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের সোলাইমান (২৭), চরপার্বতী ৩ নং ওয়ার্ডের নুর উদ্দিন (২৯),বামনী কলেজ গেইটের ভাড়া বাসিন্দা সেনাবাহিনীর প্রজেক্টের শ্রমিক হাসান শাহরিয়ার (২৯) ও হাবিবুর রহমান (৫২), হাসান ইমাম রাসেল (৪০), চরকাঁকড়া ১ নং ওয়ার্ডের আবদুর রহিম(৫৫), চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের আবদুল করিম (৩২), পৌরসভা ৮ নং ওয়ার্ডের আবদুল হাই(৩০), রৌশন আরা(৫৩), ৪ নং ওয়ার্ডের শাহাদাত হোসেন (২৮)। তাদের মধ্যে হাসান শাহরিয়ার ও হাবিবুর রহমান কোম্পানীগঞ্জে নমুনা দিয়ে নিজ এলাকা পাবনা ও রংপুর চলে গেছেন বলে জানা গেছে, আর বাকিদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ১২ জন সুস্থ্য হয়েছেন