কোম্পানীগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সঙ্গীত’র মাধ্যমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধোধন করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার অনিক স্বপন।

ফুলকুঁড়ি শাখা সহকারী পরিচালক আকবর হোসেন ব্যবস্থা পনায় ও বসুরহাট পাঠাগার’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল’র সভাপতিত্বে এবং খেলাধূলা ও ব্যায়াম সম্পা দক তাফহীমুল এলাহী তাফহীম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্ঠা, প্রকৌশলী মো. হারুন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বসুরহাট পাঠাগার প্রধান উদ্যোক্তা শাহাদাৎ হোসেন সোহাগ, এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপন, জিন্না, রাসেদ চৌধুরীসহ ফুলকুঁড়ি আসরের কমলমতি শিশুরা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সুস্বাস্থ্য, সেবাবোধ ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফুলকুঁড়ি সেই আদর্শ নিয়েই কাজ করছে।’

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জব ব্যবসায়ী সমিতির লি:’র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন

নোয়াখালী প্রতিনিধি :কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর ২০ তম...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: জামসেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র...

কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ...