কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজদের দিয়ে বিএনপির কোনো কমিটি করা হলে তা কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার নেতাকর্মীরা মেনে নেবে না। অতিতে যারা এসব অপকর্ম করেছে তাদের জনগন প্রত্যাখ্যান করার কারনেই ৫ আগস্ট গোষ্ঠিসহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শনিবার সন্ধ্যার পূর্ব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে বিজয় র্যালী শেষে আরডি শপিং মলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের মানুষ শান্তিপ্রিয়। অনিয়ম, অন্যায় পছন্দ করেনা। যারা এসব অনিয়মের সাথে জড়িত তাদের শোধরানোর সময় এখনই। এরপরও যদি অনিয়মকারীরা পরিশুদ্ধ না হয় তাহলে জনগনই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অনিয়ম বিশৃঙ্খলাকারীদের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা ছাড়া অন্য পথ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নসহ চরাঞ্চলে ঘাট দখল, কৃষকের মাঠ দখল করে নানা নৈরাজ্য ও জনদূর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। কাদের আশ্রয়ে প্রশ্রয়ে চিহ্নিত দুর্বৃত্তরা এসব করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। তাই জনগনের আস্থা অর্জনে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমর্থন ধানের শীষের পক্ষে এনে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিজয় র্যালী শেষে সমাবেশে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার,চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ নেতৃবৃন্দ।
এসময় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, আজিজুল হক রাজুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।