চাটখিলে অস্ত্রধারীদের হামলায় অতিষ্ঠ ব্যবসায়ীদের মানববন্ধন

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও লুঠতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় টায় উপজেলার কাচারি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্ধ ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্থানীয় প্রশাসনের নিরবতায় চলছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাট তাই বাধ্য হয়ে  রাস্তায় নেমেছি। স্থানীয় প্রশাসনের অবহেলায় কাচারি বাজারের ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান ও কাচারি বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন তরুন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, চাটখিল উপজেলা আ’লীগ নেতা মনির হোসেন কচি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা, ব্যবসায়ীদের ওপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওয়ার আনার দাবি জানান। এ সময় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

জোরালো হচ্ছে ইসকন নিষিদ্ধের দাবি, যেসব দেশে নিষিদ্ধ সংগঠনটি

টাইম ডেস্ক:সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার...

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত...

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

টাইম ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন...

লেখক-সাহিত্যিকরা সমাজের দর্পণ: মাহবুবা চৌধুরী

সাহিত্য রিপোর্ট :লেখক-সাহিত্যিক আমাদের সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর...