মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিল উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই চাটখিলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তকস্তবক অর্পণ করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজ এর উপাধক্ষ্য ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, , চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার, আহসান উল্যা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী দখলদার বাহিনীর সদস্যরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ডাক্তারসহ দেশের মেধাবী সন্তানদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করে। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে।