চাটখিল উপজেলায় ‘উন্নয়নে সরকারী বরাদ্দের চেয়ে আমি বেশি করেছি’- আলহাজ্ব জাহাঙ্গীর কবির

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: চাটখিল উপজেলার উন্নয়নে সরকারি বরাদ্দের চেয়েও ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি এবং আমি জনগণের কল্যাণে আছি এবং থাকবো’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

তিনি আরো বলেন আমার উপজেলায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ছাড়াও ব্যক্তিগত প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী, গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন প্রকল্পে সরকারি খরচের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আর্থিক সহযোগিতাও করেছি। উপজেলার উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করে তিনি গতকাল বিকেলে উপজেলার ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার জনতা উচ্চ বিদ্যালয়ে মাঠে আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার জনগনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন’র সভাপতিত্বে এবং পশ্চিম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কিরণের সঞ্চলানায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক উপজেলা সংস্কৃতি বিয়ষক সম্পাদক সামছুল আলম মন্টু, সাবেক উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ,উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জাফর ইকবাল জামাল, গোলাম সারওয়ার, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বাজিব হোসেন রাজু, মোহাম্মদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আলম ফাহাদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না:ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা।এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ।  গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্নউপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারী-শিশু ও বৃদ্ধরা।শুক্রবার দিনভর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নম্বর দেউটি ইউনিয়ন ঘুরে দেখা যায় বানভাসি মানুষের দুর্ভোগ আর অসহায়তার চিত্র।সেখানকার অধিকাংশ রাস্তাঘাটে এখনো হাঁটুসমান পানি।কোথাও বা তার একটু নিচে।ইউনিয়নের নবগ্রামের ব্যাপারি বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির সাতটি পরিবারই পানিবন্দি।সবার রান্নাঘরে পানি এখনো থৈ থৈ করছে।ঘরবাড়ী থেকে পানি নেমে গেলেও কাদামাটির মধ্যেই বসবাস করছেসাত পরিবারের প্রায় ৪০ জন সদস্য কোনো ঘরেই নেই মাটির চুলায় রান্নার ব্যবস্থা।শিশু,বৃদ্ধ আর অসুস্থ মানুষদের নিয়ে এই পরিবারগুলো পানিবন্দি দিন কাটাচ্ছে।এক সপ্তাহ ঘরে বাজার ছিল না, কোনো রকম শুকনো খাবার খেয়ে দিন পার করেছি।পানি আর কাদামাটিতে চলাচল করতে করতে পায়ে ক্ষত য়ে গেছে। পানি নামছেই না।ঘরের ভেতর ইট, কাঠ আর পাটের বস্তা বিছিয়ে হাঁটাচলা...

কাদের মির্জাসহ ৪৭ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কোম্পানীগঞ্জ...

একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা কামাল উদ্দিন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: একজন প্রকৃত নেতা তিনিই যিনি...