দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর হারুন নিহত

Date:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই বাংলাদেশি। নিহত মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে আট বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সম্ভাবনাময় নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা রাজনৈতিক অদূরদর্শিতা — জহিরুল ইসলাম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীতে যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন চর জেগে...

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার...

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে...

চতুর্থ দিনের মতো চাঁদপুরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি:২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে চতুর্থ...