নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দীপু দাস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি এবং শিশু আয়েশার হত্যার প্রতিবাদে পূজা উদযাপন কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি সন্তোষ কুমার ভৌমিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদের রহামান রিপন, কমিউনিস্ট পার্টি’র সাধারণ সম্পাদক পার্টির অজয় কুমার আচার্য,পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক বিমল মজুমদার, জন্মাঅষ্টামী কমিটির আহবায়ক মাখন লাল মজুমদার, কোম্পানীগঞ্জে পূজা উদযাপন ফ্রন্ট’র আহাবায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, জন্মাঅষ্টামী কমিটির সদস্য সচিব তুষার কান্তি ভৌমিক, চর হাজারী জগন্নাথ মন্দির সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রবোধ মজুমদার,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য (অতিরিক্ত দায়িত্ব দপ্তর) সজল মজুমদার, হরিপদ মজুমদার স্বপন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড নাগরিকদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তাঁরা ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি তুলে ধরে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের পর আসামিদের শনাক্ত করা হলেও গ্রেপ্তার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে।
বক্তারা আরো বলেন,ধর্ম, বর্ণ, মত কিংবা পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে।মানববন্ধন শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়। মানববন্ধন থেকে রাষ্ট্র ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়,সব হত্যাকাণ্ডে দ্রুত, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করা, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সংখ্যালঘু, শ্রমজীবী মানুষসহ সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

