মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ অক্টোবর) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টায় দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অবৈধ দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
অন্যদিকে চাটখিল পৌরশহরেও একই সময়ে বিক্ষোভ মিছিল করেছে চাটখিলে সর্বস্থরের র্ধমপ্রাণ মুসলমান। চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চাটখিলের প্রধান (ঢাকা-রামগঞ্জ) সড়কে এসে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা দখলদার ইসরায়েলিদের কর্তৃক ফিলিস্তিনে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল বিশ্বনেতাদের এক হয়ে কাজ করার অনুরোধ জানান। এসময় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে সরাকারের উদ্যোগেরও প্রশংসা করা হয়।