সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, অঙ্গ সংগঠন ও জামায়াতের ৪৯ জন নেতাকর্মী।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এসময় নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। মামলায় ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪১৫ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৩২জন, জামায়াতের ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মী রয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা কারাগার থেকে তারা সবাই জামিনে মুক্তি পান ।
নোয়াখালী জেলা কারাগারের জেলার মনির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।