নোয়াখালীতে ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু

Date:

নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

এ সময় নিহত শিশুদের একজনের বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা তিনজনই বাইসাইকেলের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ১ নং চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর বাজারের পাশে ন্যাইজ্জার ভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নিহতরা হলেন চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত হোসেন (৫)। তারা দুইজন বৈকন্ঠপুর বাজারের কোয়ালিটি এডুকেশন স্কুল নামে একটি বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ সময় আহত আবুল কালাম(৩০) চরমটুয়া ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের এলাছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৮টার দিকে আবুল কালাম বৈকন্ঠপুর বাজারের পাশে তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাইসাইকেলে ছেলে আরাফাত হোসেন ও শ্যালকের মেয়ে আসমা বেগমকে তাদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ন্যাইজ্জার ভাংতি নামক স্থানে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে বালুবাহী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চরমটুয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হাছান হিরু বলেন, মাইজদী থেকে উদয়সাধুর হাটগামী বালুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ট্রাক চাপায় দুই শিশুর মাথা থেঁতলে যায়। ঘটনাটি দেখে আশপাশের কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন। পরে ট্রাকটি স্থানীয় লোকজন আটক করে। এ সময় ট্রাকের চালক ও চঅরকের সহকারী পালিয়ে যান। ট্রাক চাপায় দুই শিশুর এমন করুণ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’—এই...

কোম্পানীগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াসমিন আক্তার...

কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা ঘটনায় অভিযুক্ত আটক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার...

কোম্পানীগঞ্জ উপজেলা শীল সমবায় সমিতির নির্বাচনে নির্মল সভাপতি,পংকজ সাধারণ সম্পাদক নির্বাচিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর 'কোম্পানীগঞ্জ কোম্পানীগঞ্জ উপজেলা শীল সমবায় সমিতি লি:...