স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক ঈদগাহে অন্যতম ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবারে( ৩১ মার্চ) সকাল ৯টায় ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের ভিড়ে পূর্ণ ছিল ঈদগাহ ময়দান। এছাড়াও আশ পাশের রাস্তায় ছিলো মুসল্লিদের নামাজের সারি।
সোমবার (৩১ মার্চ)হযরত মাওলানা ফয়সাল কামাল সিদ্দিকী জৈনপুরী’র ইমামতিতে অনুষ্ঠিত ঈদ জামাত শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সোমবার সকাল থেকে ঈদ জামাতে অংশ নিতে জড়ো হতে শুরু করেন আশপাশের ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে ধর্মপ্রাণ মুসল্লি।
সুন্দর ও মনোরম শীতল পরিবেশে
ঈদগাহে ঈদের নামাজ শেষ করে বাড়ি ফেরেন মুসল্লীরা।আয়োজক বৃন্দ প্রত্যেক সারিতে প্রত্যেক মুসল্লিদের জন্য পানির পিপাসা মিটাতে ব্যবস্থা করেছিলেন মামের বোতল।
খুতবা পূর্বে পেশকার হাট মোবারকীয়া ঈদগাহ কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় রমজান ও ঈদের তাৎপর্য ওপর আলোচনা করেন পেশকার হাট জামে মসজিদ খতিব মাওলানা কামরুল ইসলাম।
ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্ঝর গ্রুপের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী সেলিম। এসময়ে রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশা উল্লেখযোগ্য নেতৃবৃন্দরাসহ হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
ধর্মপ্রাণ মুসল্লিদের কেউ কেউ এই সুন্দর আয়োজনের জন্য ও সুচারুভাবে নামাজ আদায় করতে পেরে আয়োজকবৃন্দদেরকে ধন্যবাদ জানান।