বসুরহাট পৌর বহুমূখী সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ও ৭ কোটি ৯৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা

Date:

এএইচএম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বসুরহাট পৌর বহুমূখী সমবায় সমিতি লি:এর   ২৮তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার  সন্ধ্যায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: সাহাব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট  পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র, নুর হোসাইন ফরহাদ, বক্তব্য রাখেন  অত্র সমিতির সদস্য শেখ জাহাঙ্গীর কবির স্বপন, ও সমিতির পরিচালকসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সভায় প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বি এস সি) এছাড়াও তিনি বিগত  বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, বাৎসরিক রিপোর্ট উপস্থাপন  করেন।  অপর দিকে  সমিতির সচিব মো: মমিনুল হক  এর  সঞ্চালনায়  ২০২১-২০২২ অর্থ  বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২২-২০২৩অর্থ বছরের রাজস্ব ও  মুলধন জাতীয় বাজেট পেশ করেন। 

বক্তব্য শেষে ২০২২ -২০২৩ অর্থ বছরের ৭  কোটি ৯৫ লক্ষ  টাকা মূলধন বাজেট ও ৫৪ লক্ষ টাকা  রাজস্ব বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়।

পরে  ২০২১-২০২২ অর্থ বছরের সর্বোচ্চ শেয়ার ক্রয়   ও সঞ্চয় জমার ওপর   ২৮১জনকে পুরুস্কৃত করা হয়। উপস্থিত সদস্যদের র‌্যাফেল ড্র ৭০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপর দিকে উপস্থিত ৪৪২  জন সদস্যদের মাঝে ৫শ টাকা করে ২ লক্ষ ২১ হাজার  টাকা উপস্থিতি ভাতা  প্রদান করা হয়।

আগামী ৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে  ২০২১-২০২২অর্থ বছরে অর্জিত লভ্যাংশ শেয়ারের ওপর  ৫ শতাংশ,  সঞ্চয় আমানত ওপর  ৫ শতাংশ  হারে মোট   ১৬ লক্ষ ৯০ হাজার ২শ’ ৫৮ টাকা  সদস্যদের মাঝে  বিতরণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রাব্বানী

টাইম ডেস্ক:অন্তর্বর্তী সরকারের কাছে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের...

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু

টাইম রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে...

আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ কে এই শুভ কান্তি দাস?

টাইম ডেস্ক:‘যে ব্যক্তি রামের না, সে বক্তি কোনো কাজের...

কদমতলা স: প্রা: বি: শিক্ষিকা লাভণ্য প্রভাকে বিদায় সংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাভণ্য প্রভা...