বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) ফেনী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ফেনী সাংবাদিক ইউনিয়ন কর্যালয়ে আজ সোমাবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
উপস্থিত সকল সর্ব সম্মতি সিদ্ধান্তক্রমে জহিরুল ইসলম জাহাঙ্গীর (দৈনিক সমকাল)কে আহবায়ক, এনায়েত উল্যাহ সোহেল (দৈনিক প্রভাত), সদস্য সচিব ও জিয়াউর রহমান (ফেনীর ডাক), জহিরুল হক সজিব (দৈনিক নবচেতনা), মহি উদ্দীন (দৈনিক ফেনীর সময়), তানভীর চৌধরী( দৈনিক কালবেলা), মোজাহিদুল ইসলাম( দৈনিক ভোরের কলাম) কে সদস্য করে ৩ মাসের জন্য একটি ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।( প্রেস বিজ্ঞপ্তি)