ভিক্টোরিয়া ক্লাবের রজতজয়ন্তী উদযাপন

Date:

এ এইচ এম মান্নান মুন্না:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ভিক্টোরিয়া ক্লাবের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এ উৎসব সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত মুছাপুর কেরানী সমাজে ভিক্টোরিয়া ক্লাব সংলগ্ন এলাকায় এ রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‍্যালি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও স্মারক প্রদানসহ বিভিন্ন কর্মসূচি।

ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আব্দুল হক শাহাজাহান, আবু মাঝিরহাট এ সায়েদা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মাস্টার মাইন উদ্দিন এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেমিটেন্স যোদ্ধা জসিম উদ্দিন বাবর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নুর উদ্দীন, উপজেলা জিয়া মঞ্চ নেতা আলাউদ্দিন জিকু, ক্রীড়া ভাষ্যকার মাহমুদুল হাসান রুমন,আবুল মোবারক (মানিক) পল্লী চিকিৎসক আব্দুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন, মুছাপুর ইউনিয়ন জেএসডি নেতা বাহার উল্যাহসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে রজতজয়ন্তী উপলক্ষে প্রফেসর আবদুর রহীম, মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রধান মুহতামীম মাওলানা আবু তাহের, মাস্টার আতিক উল্যাহ, রেমিটেন্স যোদ্ধা জসিম উদ্দিন বাবর, মাস্টার আবু নাছের, সমাজসেবক ও রেমিটেন্স যোদ্ধা আব্দুর রহীসহ মোট ৫০ জন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা ভিক্টোরিয়া ক্লাবের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও দীর্ঘ ২৫ বছরের সাফল্য তুলে ধরেন। তারা বলেন, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভিক্টোরিয়া ক্লাব এলাকার যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে মুছাপুর কাবাব হাউজকে পরাজিত করে জান্নাত জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে গ্যাস সংকটে জ্বলছে না চুলা, রান্না করতে হচ্ছে মধ্যরাতে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরম গ্যাস...

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ প্রার্থী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...

নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর...

নোয়াখালী ৫: স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার মওদুদ পত্নী হাসনা মওদুদ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক)...