চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিলে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর উপজেলা প্রতিনিধি ও দৈনিক অনন্ত বাংলার বার্তা সম্পাদক সাংবাদিক আমান উল্যার পিতার কবর জিয়ারত করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু টার্নেলের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।
আজ শুক্রবার দুপুরে নোয়াখালা ইউনিয়নের উত্তর শ্রীনগর গ্রামে বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে ইমাম সাহেবের অনুরোধে উপস্থিত বক্তব্যে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে বলেন, সাংবাদিক আমানের পিতা মৃত আবু ছায়েদের কবর জিয়ারত করতে এসেছি। মসজিদে দুনিয়াবী কথা বলা ঠিক নয়। তবুও বলছি আমি এ আসনে এমপি প্রত্যাশী,আমি এমপি হলে যদি আপনাদের কল্যাণ হয় তাহলে আল্লাহ যেন আমাকে কবুল করেন, না হলে আমি যেন এমপি না হই। এই বলে মুসল্লিদের কাছে দোয়া চান। দোয়ার পরে মৃত আবু ছায়েদ এর নিজ বাড়ি শ্রীনগর মীরবাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। জানা যায়, মৃত আবু ছায়েদ ৫ নং ওয়ার্ড এর সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় কালে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতির উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং নৌকার প্রতীক নিয়ে প্রধানমন্ত্রী যাকে দেবেন তার সাথে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,নোয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মানিক, বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান শেখ, চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব ভুলু, সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি হান্নান শাকুর, দৈনিক চাটখিল বার্তার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন বাঁধন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল, নোয়াখালী পশ্চিম আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, পাঁচ নং ওয়ার্ডের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।