হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে তিনটি সাউন্ড গ্রেনেড ও একটি ছোরাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
শনিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে রোববার (১২ জুন) সকালে তাদেরকে মোর্শেদবাজার পুলিশ ফাঁড়ি থেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, আটককৃত দুইজন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফেরে ছেলে ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮)। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে আল-আমিনবাজার এলাকায় জড়ো হয় একদল অস্ত্রধারী। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় তাদের সাথে থাকা আরও ৬-৭ জন পালিয়ে যায়।
বাজারের চা দোকানদার রাজিব জানান, আটক হওয়া দুইজন স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীমের আত্মীয় ও সমর্থক। তাদের বাড়ি ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার উত্তরে মিয়াজী গ্রামে। গভীর রাতে তারা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করলে মানুষের সন্দেহ হয়।
মোর্শেদবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।