এএইচএম মান্নান মুন্না :: গত দুই দিন পূর্বে অসময়ে বৃষ্টি হওয়ায় শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ।
তিনি প্রধান মন্ত্রী ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে আজ সকাল ১১ ঘটিকায় বুধবার ব্যবসায়ীদের সংগঠন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মাধ্যমে বসুরহাটের স্বল্প আয়ের ব্যবসায়ীদের মাঝে কম্বল বিতরণ করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর সভাপতি নূর হোসেন ফরহাদ ,সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন ,বসুরহাট দোকান মালিক সমবায় সমিতি লি:এর সভাপতি সোলতান নাছির উদ্দীন মুন্না ।বসুরহাট পৌর বহু মূখী সমবায় সমিতির লি:এর সভাপতি মো :সাহাব উদ্দীন (কমিশনার ) পৌর কাউন্সিলর এবি এম ছিদ্দীক , মো: রাসেলসহ অন্যান্য নেতৃবন্দ ।