কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: হাজারী হাট হাই স্কুল এন্ড বিএম কলেজের ২০২৪ সালের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে।
ধর্মীয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে মঙ্গল বার (১১ জুন) সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে এইচএসসি সাধারণ ও এইচএসসি বিএমটি পরিক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রে যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই, আর শুধু শিক্ষিত হলে চলবেনা। উন্নত জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা আগামী দিনে সোনালী ভবিষ্যতের আশা যোগবে। মাননীয় প্রধানমন্ত্রীর,স্মার্ট বাংলাদেশ প্রত্যয় কে,এগিয়ে নিতে,তরুণদের শিক্ষার ভূমিকা অপরিহার্য,তাই তোমাদের মনোবল থাকতে হবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার।
কলেজ গভর্নিংবডির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ, অত্র কলেজের দাতা সদস্য খোরশেদ আলম,ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ জিল্লুর রহমান টিপু, অভিভাবক সদস্য হুমায়ুন কবির শাহজাদা, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আইয়ুব আলী চৌধুরী,সমাজ সেবক আব্দুল আজিজ, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান, ইউপি সদস্য আশিক ইকবাল খান, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান হোসেন প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া নাসরিন পায়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ শেখ সাদী ভূঁইয়া ও সিনিয়র শিক্ষক জীবন সুলতানা রুবি। বিদায় শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করে শিক্ষক আবুল কাশেম ফরায়েজির দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।