হাতির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ভারতীয় অভিনেতার

Date:

আন্তর্জাতিক ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় মারা প্রাণ হারিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার ‘মির্জা’খ্যাত অভিনেতা আজাদ শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। শনিবার (১১ মে) সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার ভোর ৪টার দিকে আজাদ তার বাড়ি সোনারপুরের জগদীশপুর থেকে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতির সাথে ধাক্কা খায়। এসময় মোটরসাইকেলের সামনের চাকা খুলে যায়। ভেঙে যায় বাইকের সামনের অংশও। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, আজাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আজাদকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান এই অভিনেতা।

পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়,  আজাদ শেখের ৯ বছরের একটি ছেলে রয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে তার বাবা পরপারে পাড়ি জমালো।

প্রসঙ্গত, অঙ্কুশ হাজরা অভিনীত সিনেমা ‘মির্জা’। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আজাদ ও তার বাবা। গত ১১ এপ্রিল মুক্তি পায় ঐন্দ্রিলা সেন অভিনীত এই সিনেমা। আজাদ ব্যবসার পাশাপাশি সিনেমার ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের...

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’— এই...

নোয়াখালী -৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামকেকে নিয়ে নানা ষড়যন্ত্র

এএইচএম মান্নান মুন্না :আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী –...

নোবিপ্রবিতে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে...