কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
উচ্চ আদালতের আদেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই শাহাদাত হোসেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:ইছমাঈল হোসেন স্বাক্ষরিত এই প্রতীক বরাদ্দ দেন।ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি টেলিফোনে প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন।
গত ৫ মে শাহাদাত এর হলফ নামায় ৪ টি মামলার বিষয় ও সম্পত্তির বিবরণ উল্লেখ না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ ইসমাঈল হোসেন।
এরপর শাহাদাত নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আপিল করেন। ৯ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আপিল আবেদন আবারো খারিজ করে দেন।
এরপর গত ১২ মে রবিবার হাইকোর্টে আপিল করেন শাহাদাত হোসেন। হাইকোর্ট শুনানির পর ১৪ মে মঙ্গলবার শাহাদাত হোসেন এর প্রার্থীতা ফিরিয়ে পান।
এরপর উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার ১৬ মে শাহাদাত হোসেনকে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
এবার চেয়ারম্যান পদে শাহাদাতসহ মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল,কাদের মির্জা সমর্থিত প্রার্থী ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী গোলাম শরিফ চৌধুরী পিপুল, যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী।
এ ব্যাপারে শাহাদাত হোসেন বলেন,আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে প্রার্থীতা ফিরে না পাওয়ার জন্য।
সরকারের একাধিক পক্ষের সাথে আইনী লড়াই করে আমি আমার প্রার্থীতা ফিরে পেয়েছি।
এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে।
শাহাদাত আরো জানান, কোনো ষড়যন্ত্রই জনতার রায়ে আমার জয় ঠেকানো যাবে না।