অব্যাহতির পর ধানের শীষে ঐক্যের আহ্বান বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম’র

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী–৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা আলোচিত জুলাই হত্যাকাণ্ডের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে আদালতের আদেশে সাময়িক অব্যাহতি পেয়েছেন। আদালতের এ আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে ধানের শীষের বিজয় ঠেকানোর উদ্দেশ্যে করা পর্দার অন্তরালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মো. ফখরুল ইসলাম লেখেন, “আলহামদুলিল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে আদালত। এজন্য মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।” তিনি আরও বলেন, নোয়াখালী–৫ আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে বলে তারা মনে করেন। তবে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদরের অশ্বদিয়া ও নেয়াজপুরের জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আদালতের আদেশ অনুযায়ী, জি আর নং–৮৮৯/২৫ (রাষ্ট্র বনাম মো. ফখরুল ইসলাম) মামলায় ফৌজদারি কার্যবিধির ১৭৩(৪) ধারায় দাখিল করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত আসামিকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। আদেশনামায় উল্লেখ করা হয়, তদন্তকালে ঘটনার তারিখ ও সময়ে মো. ফখরুল ইসলামের ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ফলে তদন্তকারী কর্মকর্তার দাখিল করা সাময়িক অব্যাহতির আবেদন গ্রহণ করে আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, মো. ফখরুল ইসলাম পেশায় একজন রাজনীতিবিদ এবং তিনি নোয়াখালী–৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আদালত তদন্ত প্রতিবেদনের আলোকে নিশ্চিত হন যে, অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।

রাজনৈতিক অঙ্গনে এ আদেশকে বিএনপি প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। দলের নেতাকর্মীদের মতে, নির্বাচনের আগে এ ধরনের মামলা রাজনৈতিকভাবে তাকে চাপে রাখার অপচেষ্টা ছিল। আদালতের আদেশে সেই অভিযোগের ভিত্তিহীনতা স্পষ্ট হয়েছে।

স্ট্যাটাসে মো. ফখরুল ইসলাম ভোটারদের উদ্দেশে ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে বাধবো জোট, ধানের শীষে দেবো ভোট। আল্লাহ আমাদের সহায় হোন।”

উল্লেখ্য, নোয়াখালী–৫ (জাতীয় সংসদ আসন নং–২৭২) আসনে এবারের নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। আদালতের এই আদেশের পর বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম নতুন করে মাঠে চাঙ্গা হয়ে প্রচারণা জোরদার করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভিক্টোরিয়া ক্লাবের রজতজয়ন্তী উদযাপন

এ এইচ এম মান্নান মুন্না:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ভিক্টোরিয়া...

কোম্পানীগঞ্জে গ্যাস সংকটে জ্বলছে না চুলা, রান্না করতে হচ্ছে মধ্যরাতে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরম গ্যাস...

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ প্রার্থী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...

নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর...