ইউপি নির্বাচনে চাটখিলের ৫২ স্বতন্ত্র প্রার্থীর সবাই চান আনারস প্রতীক

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলার নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ জন স্বতন্ত্র প্রার্থীর সবাই ‘আনারস’ প্রতীক চেয়েছেন। তবে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে নয় ইউনিয়নের নয়জনই পাবেন আনারস প্রতীক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে মোট ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের নয়জন নৌকা, ইসলামী আন্দোলনের পাঁচজন হাতপাখা, জাতীয় পার্টির একজন লাঙল এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন মশাল প্রতীক পেয়েছেন। বাকি ৫২ জনের সবাই আনারস প্রতীক চেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাহাপুরে তিনজন, হাটপুকুরিয়া ঘাটলাবাগে চারজন, মোহাম্মদপুরে পাঁচজন, খিলপাড়ায় পাঁচজন, নোয়াখলায় তিনজন, বদলকোটে নয়জন, পাঁচগাঁওয়ে আটজন, রামনারায়ণপুরে ছয়জন ও পরকোট ইউনিয়নে নয়জন রয়েছেন।
আনারস প্রতীক চাওয়ার ব্যাপারে বদলকোট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোলায়মান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের জন্য দেওয়া প্রতীকের মধ্যে আনারস ছাড়া তেমন গ্রহণযোগ্য প্রতীক নেই। তাছাড়া এটি পোস্টার, ব্যানার ও ব্যালটে স্পষ্ট দেখা যায়। ভোটাররা সহজেই চিনতে পারেন। তাই সবাই এ প্রতীক চেয়েছেন।’

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, একটি প্রতীকে একের অধিক প্রতিদ্বন্দ্বী থাকলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পঞ্চম ধাপের নির্বাচনী তফসিল অনুযায়ী এ উপজেলায় রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন, সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনাসভা দেশে রাজনৈতক ও শাসন শূন্যতা চলছে

টাইম রিপোর্ট :১৯৯০ এর ঐতিহাসিক গন-অভ্যূত্থানের মহান শহীদ জাসদ...

আইনজীবী হত্যা: যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

টাইম রিপোর্ট :চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল...

আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

টাইম রিপোর্ট :চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা...

পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

টাইম ডোস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের...