চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলার নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ জন স্বতন্ত্র প্রার্থীর সবাই ‘আনারস’ প্রতীক চেয়েছেন। তবে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে নয় ইউনিয়নের নয়জনই পাবেন আনারস প্রতীক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে মোট ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের নয়জন নৌকা, ইসলামী আন্দোলনের পাঁচজন হাতপাখা, জাতীয় পার্টির একজন লাঙল এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন মশাল প্রতীক পেয়েছেন। বাকি ৫২ জনের সবাই আনারস প্রতীক চেয়েছেন।
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, একটি প্রতীকে একের অধিক প্রতিদ্বন্দ্বী থাকলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
পঞ্চম ধাপের নির্বাচনী তফসিল অনুযায়ী এ উপজেলায় রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন, সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।