ঈদে আসছে জিয়া উদ্দিন আলমের নাটক ‘খুচরা পাপী’

Date:

বিনোদন ডেস্ক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সন্তান, সময়ের ব্যস্ত নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় জনপ্রিয়, গুণী, মেধাবী নাট্যাভিনেতা মোশাররফ করিম দীর্ঘ এক যুগ পর ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন জিয়া উদ্দিন আলম।

নাটকের কাহিনী আলমেরই। রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। তো অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে আরো বেশ গুছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেবার চেষ্টা করে। আশা করছি খুচরা পাপী নাটকটি দর্শককে মুগ্ধ করবে।’

আলম বলেন, ‘মোশাররফ ভাইকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। শুধু এতোটুকুই বলবো তিনি আমাদের ইণ্ডাষ্ট্রির জন্য আশীর্বাদ। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকের। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী, আমি তার ভক্ত। খুউব টাইমলি সেট আসে এবং কোনো ধরনের প্যারা দেয়া ছাড়াই অভিনয় করে।

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতোগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তারসঙ্গে যতোই কাজ করি ততোই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। খুব আশাবাদী কাজটি নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক ঈদগাহে অন্যতম ঈদের বড় জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক...

নোয়াখালী- ৫ আসনে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী নওশাদ

স্টাফ রিপোর্টার :বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ...

কোম্পানীগঞ্জে গরীব অসহায়দের মাঝে শাড়ী- লুঙ্গী বিতরণ করছেন সমাজ সেবক ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহীম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে গরীব অসহায়...

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির পুরাতন কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার :সংবাদ সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলায়বাংলাদেশ প্রাথমিক শিক্ষক...